Saturday, August 8, 2015

HSC result 2015

HSC Examination 2015 Result published

HSC result 2015 

HSC result 2015HSC Result 2015 |www.educationboardresults.gov.bd. HSC Examination 2015 has been completed and result have been published today.
Exam Result 2015published byEducation Boards of Bangladesh will be found here.
Just select examination HSC/Alim/Equivalentthen select your year 2015 then select your board and last select your roll and press submit.

Monday, June 15, 2015

২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার অাবেদন ফরমপূরন শুরু ২২/০৬/২০১৫ থেকে।



সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জন্য জানানো যাচ্ছে যে, ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার অনলাইনে ফরম পূরণ আগামী ২২/০৬/২০১৫ তারিখ থেকে পুন:নির্ধারণ করা হলো।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

নটর ডেম কলেজ : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটর ডেম কলেজ । এ বছর নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ভর্তি আবেদন ফরম বিতরণ :
১। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ :
১১ জুন বিকাল ২টা হতে ৬টা পর্যন্ত। এবং সকল বিভাগ(বিজ্ঞানসহ) ১২ ও ১৩ জুন ৯টা হতে ৬টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করবে।
খরচ বাবদ ১২০ টাকা দিতে হবে। ফরম পূরণ করে সংগ্রহের দিন জমা দিতে হবে। এক কপি ছবি ও এসএসসি ফলের ইন্টারনেট কপি জমা দিতে হবে।
পূণঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তিত হবে ও ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করবে তাদের ঐদিনই কলেজে যোগাযোগ করতে হবে।
২। যোগ্যতা :
বিজ্ঞান বিভাগ : বাংলা ও ইংরেজি ভার্সন(উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ) GPA-5.00, ব্যবসায় শিক্ষা বিভাগ : GPA-4.25 এবং মানবিক বিভাগ : GPA-3.50
৩। বিভাগ পরিবর্তন : বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিক GPA-3.50; বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা GPA-5.00
৪। আসনসংখ্যা : বিজ্ঞান: বাংলা মাধ্যম-১৭১৮, ইংরেজি ভার্সন-২৮২, মানবিক: ৪০০ এবং ব্যবসায় শিক্ষা: ৭০০।
৫। প্রাথমিকভাবে মনোনিতদের তালিকা : ১৬ জুন দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হবে এবং ১৮ ও ২০ জুন নির্ধারিত সময়ে কলেজে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আসন সংখ্যার বিপরীতে আনুমানিক ২/৩ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এ লিংকে-https://www.dropbox.com/s/xq8nqb1bkbnp6c3/notre-dame-college-dhaka-2015.jpg?dl=0