Monday, June 15, 2015

২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার অাবেদন ফরমপূরন শুরু ২২/০৬/২০১৫ থেকে।



সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জন্য জানানো যাচ্ছে যে, ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার অনলাইনে ফরম পূরণ আগামী ২২/০৬/২০১৫ তারিখ থেকে পুন:নির্ধারণ করা হলো।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

নটর ডেম কলেজ : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নটর ডেম কলেজ । এ বছর নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ভর্তি আবেদন ফরম বিতরণ :
১। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ :
১১ জুন বিকাল ২টা হতে ৬টা পর্যন্ত। এবং সকল বিভাগ(বিজ্ঞানসহ) ১২ ও ১৩ জুন ৯টা হতে ৬টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করবে।
খরচ বাবদ ১২০ টাকা দিতে হবে। ফরম পূরণ করে সংগ্রহের দিন জমা দিতে হবে। এক কপি ছবি ও এসএসসি ফলের ইন্টারনেট কপি জমা দিতে হবে।
পূণঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তিত হবে ও ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করবে তাদের ঐদিনই কলেজে যোগাযোগ করতে হবে।
২। যোগ্যতা :
বিজ্ঞান বিভাগ : বাংলা ও ইংরেজি ভার্সন(উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ) GPA-5.00, ব্যবসায় শিক্ষা বিভাগ : GPA-4.25 এবং মানবিক বিভাগ : GPA-3.50
৩। বিভাগ পরিবর্তন : বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিক GPA-3.50; বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা GPA-5.00
৪। আসনসংখ্যা : বিজ্ঞান: বাংলা মাধ্যম-১৭১৮, ইংরেজি ভার্সন-২৮২, মানবিক: ৪০০ এবং ব্যবসায় শিক্ষা: ৭০০।
৫। প্রাথমিকভাবে মনোনিতদের তালিকা : ১৬ জুন দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হবে এবং ১৮ ও ২০ জুন নির্ধারিত সময়ে কলেজে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। আসন সংখ্যার বিপরীতে আনুমানিক ২/৩ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এ লিংকে-https://www.dropbox.com/s/xq8nqb1bkbnp6c3/notre-dame-college-dhaka-2015.jpg?dl=0

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন

সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৭ জুন অনুষ্ঠিত হবে। এবার প্রতি জেলায় আলাদা অলাদা প্রশ্নে পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে।
২৭ জুন পরীক্ষামূলকভাবে নড়াইল, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মেহেরপুর ও ফেনী-এই পাঁচটি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

মাস্টার্স শেষ পর্ব ভর্তি পরীক্ষার মেধাতালিকা ১৬ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তি পরীক্ষার মেধা তালিকা (বিষয়ভিত্তিক) ১৬ জুন ২০১৫ তারিখে প্রকাশ করা হবে।
ফলাফল পাওয়া যাবে এসএমএস ও ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions)
১৬ জুন বিকেল ৪টা থেকে যেকোন এসএমএস করে মাস্টার্স শেষ পর্ব ভর্তি পরীক্ষার মেধাতালিকা জানা যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে-
NU<space>ATMF<space>Roll No টাইপ করে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
Print Friendly

জবি : ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ও বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ও বিবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১০ অক্টোবর ‌এ, ১৭ অক্টোবর বি, ২৪ অক্টোবর সি, ৩১ অক্টোবর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Print Friendly