Sunday, May 8, 2016

বিনা পয়সায় উইন্ডোজ আর না!


বিনা পয়সায় উইন্ডোজ আর না!
বিনা মূল্যের উইন্ডোজ হালনাগাদ সুবিধা বন্ধ করছে মাইক্রোসফট
আপনি যদি আপনার ডিভাইসে উইন্ডোজ ১০ হালনাগাদ করতে চান, তবে দেরি না করে এখনই করে ফেলুন। পুরোনো সংস্করণ থেকে উইন্ডোজ ১০ সংস্করণে হালনাগাদ করার সুবিধাটি শিগগিরই বন্ধ করবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিনা মূল্যের উইন্ডোজ হালনাগাদ সুবিধা আগামী ২৯ জুলাই থেকে বন্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট বলছে, ২৯ জুলাইয়ের পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ চালু করতে অর্থ খরচ করতে হবে। তখন কেবল নতুন পিসি কিনলে এটি পাওয়া যাবে কিংবা ১১৯ মার্কিন ডলার করে উইন্ডোজ ১০ হোম সংস্করণ কিনে তা ব্যবহার করতে হবে।
সম্প্রতি উইন্ডোজ ব্লগ পোস্টে মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইসেসের করপোরেট ভিপি উইসুফ মেহদী বলেন, সম্প্রতি উইন্ডোজ ১০ ৩০ কোটি ডিভাইসে সক্রিয় হয়ে একটি মাইলফলক ছুঁয়েছে। এক বছরেরও কম সময়ের মধ্যে এ মাইলফলক ছোঁয়া সম্ভব হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ সব কম্পিউটারের মধ্যে উইন্ডোজ ১০ সংস্করণটি ১৪ দশমিক ৩৫ শতাংশ দখল করেছে।
জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭–এর বাজার দখল কমেছে। উইন্ডোজ ১০ আসার আগে ৬০ শতাংশের বেশি দখল ছিল উইন্ডোজ ৭–এর। এপ্রিল মাসের শেষ নাগাদ উইন্ডোজ ৭–এর দখলে রয়েছে ৪৯ দশমিক ৭৯ শতাংশ। তথ্যসূত্র: টেকটাইমস।

   

আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল


আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান? কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান? ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়, কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না। সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি।
এ জন্য আপনাকে যা করতে হবে:

১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।


২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।


৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
৫. এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।
৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 100001825159730, তবে আপনি লিখবেন facebook.com/100001825159730
৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।

তথ্যসূত্র: জি নিউজ