![উইকিপিডিয়া](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uoigUp7QLB8HnAfTPetbpO2SOAW3bdMe9nuMphIipP2o7XeUJDNT3UpVxHM4AAEarw9hxeTDJtlj-gFlgrmS0CNth2BAMDZgzjYQbsJNlHQ4GbgjZU3C2GDWkjQIRAupDf0Z9dw6waxoaPrG4zO4MFz2uUEtBy1B36__LGdkTgw1jgOCJVVewt39H1MYjFQM0sVPm1s7ExODPgWtz1eZ_rRRnH5cOnST8=s0-d)
আজ
১৫ জানুয়ারি ১৫ বছর পূর্তি হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার। নানা
উদ্যোগের মধ্য দিয়ে এ দিনটি পালন করছে উইকিমিডিয়া বাংলাদেশ। বাংলাদেশে
উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী বলেন, ১৫ বছর পূর্তিতে নানা উদ্যোগ
নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করা হচ্ছে
উইকিপিডিয়ার নিবন্ধ লেখকদের নিয়ে বিশেষ আলোচনা। সারা দেশ থেকে ১০০ জনের
বেশি নিবন্ধকার এতে যোগ দিচ্ছেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোস্তফা
সরওয়ার ফারুকি ও তিশা।
নুরুন্নবী চৌধুরী বলেন, ১৫ বছর পূর্তি উপলক্ষে
কেক কাটা হবে। এ ছাড়া সারা দেশের উইকিপিডিয়ানদের মধ্যে সেরা নিবন্ধ লেখকরা
পুরস্কার পাবেন। বর্ষপূর্তি উপলক্ষে ৭০০ টি নতুন নিবন্ধ লেখা হয়েছে।
এএফপি জানিয়েছে, তহবিল সংগ্রহের পাশাপাশি আরেকটি উৎস থেকে অর্থের যোগান পাচ্ছে উইকিপিডিয়া।
২০০১ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে উইকিপিডিয়া। এ সাইটটিতে কোনো
বিজ্ঞাপন দেখানো হয় না। দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে পরিচালিত হয়
উইকিপিডিয়া।
No comments:
Post a Comment